১৫/০৬/২০২৫, ৯:০৮ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:০৮ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

আর কোনও ধোঁয়াশা নয়, সরাসরি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিরাট কোহলি। বিসিসিআইকে আগেই অবগত করেছিলেন বলে খবর ছিল। সোমবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন কোহলি। রোহিত শর্মার পরে শেষ হল ভারতের টেস্ট ক্রিকেটের আরও একটি বর্ণোজ্জ্বল অধ্যায়।

বিরাট কোহলি ভারতের হয়ে মোট ১২৩টি টেস্ট খেলেছেন। ২১০টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৯২৩০ রান। ব্যাটিং গড় ৪৬.৮৫। তিনি টেস্টে ৩০টি সেঞ্চুরি করেছেন এবং ৩১টি হাফ-সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২৫৪ রানের।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

বর্ণোজ্জ্বল কেরিয়ারে কোহলি সব থেকে বেশি ৩০টি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ ২৮টি টেস্ট খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬টি করে টেস্টে মাঠে নেমেছেন বিরাট। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন ১৪টি টেস্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১টি ও বাংলাদেশের বিরুদ্ধে সব থেকে কম ৮টি টেস্ট খেলেছেন কোহলি।

দেখুন: ধোনির ক্যাপ্টেন্সি ছিনিয়ে নিতে চেয়েছিলেন কোহলি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন