26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_imgspot_img

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে আছাদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কে ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আছাদুল ইসলামের বাড়ি জেলার সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আলতাফ হোসেন মন্ডলের ছেলে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন তিনজন। বিপরীতে বাদিয়াখালীর দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে ত্রিমোহনী বাজারের সামনে পৌঁছালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ আরোহীরা ছিটকে পড়ে যান। এসময় প্রচন্ড রক্তক্ষরণে মোটরসাইকেল চালক আছাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকী দুইজনকে স্থানীয়রা আহত অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন