17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মোদি

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিশিগানে নির্বাচনী প্রচারণার সময় এই ঘোষণা দেন ট্রাম্প।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সামিট ফর দ্য ফিউচার’ শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনের ডেলাওয়্যারের উইমিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে চতুর্থ ‘কোয়াড লিডারস সামিট।’

মোদির এই সফর প্রসঙ্গে স্থানীয় সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মিশিগানে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (মোদি আগামী সপ্তাহে আমার সাথে দেখা করতে আসছেন। এছাড়া মোদিকে ‘অসাধারণ’ বলেও আখ্যা দেন ট্রাম্প।

যদিও তাদের দুজনের বৈঠক নিয়ে বিস্তারিক কোনো তথ্য জানাননি ট্রাম্প।

আগামী রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন মোদি। পরদিন সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সামিট অফ দ্য ফিউচার’-শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের থিম হলো ‘একটি ভালো আগামীর জন্য বহুপাক্ষিক সমাধান’।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন