31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ জেলেনস্কির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া বাকবিতণ্ডার বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।

তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের অধীনে ইউক্রেন দ্রুত রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কাজ করতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করার পর, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ দীর্ঘ একটি পোস্টে জেলেনস্কি ইউক্রেন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কথা বলেন।

জেলেনস্কি লিখেছেন, ‘ওয়াশিংটনের হোয়াইট হাউসে শুক্রবার আমাদের বৈঠক যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, তা হয়নি। এভাবে ঘটনাটি হওয়াটা অনুতাপের। এখন সঠিক কাজ করার সময়।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধের অবসানে আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। আমরা দ্রুত এই সংঘাতের অবসান চাই।’

এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশাল সামরিক সহায়তা দেওয়ার পরও জেলেনস্কি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি। এই বিষয়ে নিজের পোস্টে জেলেনস্কি এবার যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ট্রাম্পের প্রশংসা করেন।

তিনি লেখেন, ‘আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র যা করেছে, আমরা সেটিকে সত্যিই মূল্যবান বলে মনে করি। আমাদের মনে আছে সেই মুহূর্ত, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে জ্যাভলিন মিসাইল দিয়েছিলেন, যা পরিস্থিতি বদলে দিয়েছিল। আমরা এর জন্য কৃতজ্ঞ।’

গত শুক্রবারে ট্রাম্প জেলেনস্কির বাকবিতন্ডার মূল কারণ ছিলো যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ বিষয়ক চুক্তি, যা সেদিন স্বাক্ষর হওয়ার কথা থাকলেও হয়নি। সেই চুক্তি নিয়েও লিখেছেন জেলেনস্কি।

তিনি জানান, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সময় খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করতে ইউক্রেন প্রস্তুত আছে। এটি ইউক্রেনে স্থায়ী শান্তি আনার একটি বড় ধাপ হবে।’

এনএ/

দেখুন: ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না, নতুন পথে কৌশলী জেলেনস্কি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন