34 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ট্রেন যাত্রায় ভিড় আছে তবে ভোগান্তি নেই

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার ভোগান্তি নেই। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। ফলে নির্বিঘ্নে বাড়ির পথে রওয়ানা হচ্ছে যাত্রীরা। ঈদযাত্রার পঞ্চম দিনে রেলপথে রাজধানী ফাকা করে বাড়ি ফিরছে লাখো মানুষ।

দৌড়ে হলেও ধরতেই হবে ছুটে চলা ট্রেন। না হলে যে থমকে যাবে বাড়ি ফেরা।

এদিকে কারো দু-হাতে কিংবা মাথায়ও ব্যাগের বোঝা, ক্লান্তির চিহ্ন নেই, চোখেমুখে স্বজনদের কাছে ফেরার উচ্ছাস।

ছোট্ট শিশুরা অপেক্ষায় ধৈর্যহারা, কখন আসবে ট্রেন আর কখন পৌঁছাবে দাদাবাড়ি বা নানাবাড়ি! এদিকে বাবা-মায়েরা ব্যস্ত তাদের অপেক্ষার প্রহর ভুলিয়ে রাখতে!

শেকড়ের টানে ঘরমুখো মানুষের, এবারের ট্রেনে ঈদযাত্রা অনেকটাই স্বস্তির। টিকেট ছাড়া ভ্রমণ নয় আর তিন স্তরের নিরাপত্তায়, অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। মিলছে ফিরতি ট্রেনের টিকিটও।

দু’একটি ট্রেন ছাড়া বেশিরভাগ ট্রেন, প্লাটফর্ম ছেড়েছে সঠিক সময়ে। তবে মহুয়া ও তিস্তা এক্সপ্রেসের ছাঁদেও ছিলো যাত্রী, কমলাপুর স্টেশনে ধরা পড়েছে যাত্রীদের টিকেট জালিয়াতিও।

এদিকে যাত্রীরা নিরাপদে নির্বিঘ্নে যাতায়াতে সক্রিয় আইনশৃঙ্খলাবাহিনীসহ স্টেশন কতৃপক্ষ, বলছেন এই কর্মকর্তা।

প্রিয়জনের টানে বাড়ি ফেরা, পথে ক্লান্তি আর ভালোবাসার মেলা।

এনএ/

দেখুন: ঈদযাত্রা: ট্রেনে ভীড়, ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন