ব্রিটিশ আমলে স্থাপিত ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর চালু ছিল স্বাধীনতার পরও। তবে লোকসানের কারণে ১৯৭৯ সালে বন্ধ হয়ে যায়। এক বছর পরই বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর বিভিন্ন সময় নানান প্রতিশ্রুতির পরও গত ৪৪ বছরে এটি আর চালু হয়নি। জেলাবাসির দীর্ঘদিনের দাবি বিমানবন্দরটি চালু করার।
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে ১৯৪০ সালে ৫৫০ একর জমিতে প্রতিষ্ঠা করা হয় বিমানবন্দর। তৎকালীন ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করতে এটি প্রতিষ্ঠা করে। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরটি। পরে ১৯৭৭ সালে এটি সংস্কার করা হলেও, যাত্রী কমে যাওয়ায় ১৯৮০ সালে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়।
সে ঘটনার পর কেটেছে ৪৪ বছর, কিন্তু আর চালু হয়নি বিমানবন্দরটি। পরিত্যক্ত পড়ে থাকায় রানওয়ে পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। নষ্ট হচ্ছে বিমানবন্দরের সরঞ্জাম।
স্থানীয়রা বলছেন, যাত্রী সেবার পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ এলাকার উন্নয়নে, দ্রুত বিমানবন্দরটি চালু করা জরুরি।
বিমানবন্দরটি চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক, ইশরাত ফারজানা।
আশ্বাস নয়, বিমানবন্দর সংস্কার ও পূনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ দেখতে চান ঠাকুরনগাঁওবাসী।
টিএ/