কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা অফিস দখল করে নিয়েছে জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন।
বুধবার বিকালে শহরের চৌরাস্তায় অবস্থিত জেলা আওয়ামীলীগের তিন তলা ভবন বিশিষ্ট কার্যালয়ের দরজা খুলে ভেতরের আবর্জনা পরিষ্কার করে নিজেদের ব্যানার টানিয়ে দখলে নেয় ঐ সংগঠনটি।
দীর্ঘ দশ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল জেলা আওয়ামীলীগের কার্যালয়টি।

জুলাই যোদ্ধা সংগঠনের আহবায়ক রায়হান অপু জানান, আওয়ামীলীগ যেহেতু নিষিদ্ধ একটি দল, তাই এ কার্যালয়ের আর দরকার নেই।
এ ভবনে ছেলেদের জিমনেসিয়াম এবং সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হবে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে সহায়তা করবে এই সংগঠনটি।