১৪/০৬/২০২৫, ১৩:৪৯ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:৪৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ঘাস কাটার সময় যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে যাওয়া এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ।

বুধবার দুপুরে ৫০ বিজিবির আওতাধীন ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এসের বিপরীত দিক থেকে ধরে নেওয়া হয় তাকে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের চার বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় ঘাস কাটছিল। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ওই চারজনকে আটকানোর চেষ্টা করে। তিন বাংলাদেশি নাগরিক দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও একজনকে আটক করে বিএসএফ। আটক আজিজুর রহমান রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মরতুজার ছেলে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত বাংলাদেশিকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের কার্যক্রম চলছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আশা করছি খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।’

পড়ুন : ঠাকুরগাঁওয়ে মালধইয়া ও বাঙ্গালীদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে আগুন, লুটপাট

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন