26 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

ঠাকুরগাঁওয়ে নবজাতক শিশুকে রেখে নারী লাপাত্তা

ঠাকুরগাঁওয়ে ২ দিনের নবজাতক শিশুকে রেখে উধাও হয়েছেন এক নারী। গতকাল সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। বর্তমানে সেই নবজাতক মেয়ে শিশুটি হাসপাতালেই আছে।

গত সোমবার সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য একটি নবজাতক শিশুকে নিয়ে আসেন এক নারী। শিশুটিকে শিশু বিভাগে ভর্তি করানো হয়। পরে বাচ্চাটির মা কাপড় আনার কথা বলে হাসপাতাল থেকে চলে যান। এরপর আর ফেরেননি।

হাসপাতাল সূত্রে জানা যায়, মায়ের পরিচয়ে আসা নারীটি ভর্তি ফর্মে নিজের নাম দিয়েছেন বেবি। স্বামীর নাম দিয়েছেন জয়। ঠিকানা দিয়েছেন পঞ্চগড়ের ময়দান দিঘী নামক এলাকার। বাচ্চার বয়স দেওয়া আছে ২ দিন। প্রদত্ত ঠিকানায় যোগাযোগের চেষ্টা করছে নাগরিক টিভি।

এদিকে, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, চিকিৎসা দেওয়ার পরে শিশুটি অনেকটাই সুস্থ।

কেন ওই নারী এমন করলেন তার সঠিক কারণ এখনো কেউ বলতে পারছে না। এই নারীই শিশুটির মা কি না, তা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন