এবার সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তির খোঁজ মিলেছে ঠাকুরগাঁওয়ে। যেখানে তার ৫০ বিঘা জমিতে রয়েছে মুরগির খামার। এর ব্যবস্থাপক অবশ্য, মালিকানার বিষয়টি না জানার দাবি করেছেন। তবে তিনি জানান, একবার পরিদর্শনে গিয়েছিলেন বেনজীর।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম। এই গ্রামে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৫০ বিঘা জমি রয়েছে বলে জানা যাচ্ছে। বিশাল এই জমিতে গড়ে তোলা হয়েছে মুরগির খামার। নাম- নর্থস এগ লিমিটেড।
খামারটি গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকায়। চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায়, দুর্ভোগে এলাকাবাসী।
খামারটির ব্যবস্থাপক জানান, র্যাবের প্রধান থাকা অবস্থায়, বেনজীর আহমেদ একবার সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু বেনজীর এই ফার্মের মালিক কি না, সে সম্পর্কে কিছুই জানেন না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, খামারটি বেনজীর আহমেদেরই। এখান থেকে ইউনিয়ন পরিষদ কখনো করও পায়নি।
বেনজীর আহমেদের বিরুদ্ধে, ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অঢেল সম্পত্তি গড়ার অভিযোগ রয়েছে। যার অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন।