ঠাকুরগাঁওয়ে মালধইয়া ও স্থানীয় বাঙ্গালীদের মধ্যে সংঘর্ষ ও অগ্নিকান্ডের ঘটনায় ১৭টি পুড়ে যাওয়া বসত বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
বুধবার শেষ বিকেলে জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া গ্রামে দুই পক্ষের অগ্নিসংযোগে পোড়া বাড়ি গুলো পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও খাদ্য সহায়তা করেন তিনি।

এসময় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও ৫০বিজিবির অধিনায়ক কর্নেল তানজির আহমেদ, হরিপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আইনুল হক, হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।
পড়ুন : ঠাকুরগাঁওয়ে মালধইয়া ও বাঙ্গালীদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে আগুন, লুটপাট