26 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পীরের মাজার খুঁড়ে তছনছ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঐতিহাসিক এক পীরের মাজার খুঁড়ে তাণ্ডব চালিয়েছে দুর্বত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাচীন এই মাজারটিতে কংক্রিটের ঢালাই ভেঙে মাটি খুঁড়ে তছনছ করেছে তারা।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক মাজার হলো বিবি শখিনার মাজার। বহু পুরনো এই মাজারে মানুষ বিভিন্ন রকমের মানত করে আসছে। অনেক পুরনো হওয়ায়, ঠিক কবে এখানে মাজার হয়েছে তার সঠিক ইতিহাস জানে না কেউই।

কিন্তু গতরাতে মাজারের কংক্রিটের ঢালাই ভেঙে মাটি খুঁড়ে তছনছ করেছে একদল দুর্বৃত্ত্ব।

রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

তদন্ত চলছে, দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাজারটিকে কেন্দ্র করে এখানে কবরস্থান ও ঈদগাহ মাঠও গড়ে উঠেছে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন