24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ি গ্রামে শ্যালকের ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ধর্ষক ফুপাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। বিষযটি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি একেএম নাজমুল কাদের।

আটক ধর্ষক রশিদুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিবিষ্টপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বেলা ২টার দিকে খড়িবাড়ি গ্রামের নাজিরুল ইসলাম ও তার পরিবারের লোকজন কাজে বাইরে যায়। ওই সময় ধর্ষক রশিদুল ইসলাম শিশুটিকে বাড়িতে একাকী পেয়ে তাকে ঝালমুড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্রাক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সেই সাথে ধর্ষককে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে রুহিয়া থানা পুলিশে সোপর্দ করে।এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে যার মামলা নং ১২, তারিখ ২৮/০৩/২৫ ইং।

শনিবার সকালে গ্রেফতারকৃত ধর্ষক রশিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

পড়ুন : ঠাকুরগাঁওয়ে সরকারি চাল চুরির সময় আটক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন