ঠাকুরগাঁওয়ের হরিপুরে সন্তান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পিতা সাগর আলী ও তার পরিবার।
শুক্রবার দুপুরে হরিপুর উপজেলার পাহাড়গাঁও নামক জায়গায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সাগর আলী দাবি করেন, দের বছর আগে জয়পুরহাট জেলার জামালগঞ্জ শাখায় এস কে এস ফাউন্ডেশনে চাকরি করতেন তার ছেলে রাজু। সেখানে থাকা জামালগঞ্জ শাখা ম্যানেজার আব্দুল মালেক,ক্যাশিয়ার মিজানুর রহমান এবং তার স্ত্রী মমতাজ বেগম তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে। পরদিন বিকালে রাজুর লাশ ক্ষেতলাল থানার একটি নদী থেকে উদ্ধার করে পুলিশ।
পরে ৩ জন আসামিকে গ্রেফতার না করে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয় ক্ষেতলাল থানা পুলিশ।
থানায় আইনি সহায়তা না পেয়ে জয়পুরহাট আদালতে মামলা করেন মৃত রাজুর পিতা সাগর আলী। দের বছর অতিবাহিত হলেও আসামিদের কোন ব্যবস্থা না হওয়ায় উক্ত মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছেন।
দ্রুত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান রাজুর পরিবারের লোকজন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

