১৫/০৬/২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক ১৭

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ মে) ভোর ৫টার দিকে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।

আটকরা হলেন, যশোরের বেনাপোল এলাকার পারভীন বেগম, শার্শা উপজেলার নুরুন নাহার বেগম, সদর উপজেলার শায়না শেখ, ঝিকরগাছা উপজেলার রহিমা গাজী, মনিরামপুর উপজেলার বিলকিছ বেগম এবং কালিয়া উপজেলার লাভলী।

নড়ালের কালিয়া উপজেলার লাভলী, সামিউল মোল্লা ও আফসানা মোল্লা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাশিদা বেগম, সাইফুল ইসলাম, নুরতাজ বেগম, সায়রা খাতুন ও সাহেল। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নাসিমা বেগম। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ময়না বেগম এবং বরিশালের গৌরনদী উপজেলার নাছিমা বেগম।

বিজিবি ও স্থানীয়দের বরাদ দিয়ে ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, ভোর ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর চাপাসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৮/২ এস থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর ১৭ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪২ বিজিবির টহলরত একটি দল তাদের আটক করেন। এরমধ্যে ৪ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১৭ জনকে আটক করা হয় বলে আমি খবর শুনেছি। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয় দখল

দেখুন: হারিয়ে গেল ঠাকুরগাঁও সিনেমা হলের সোনালি অতীত 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন