ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ (কাচারী জামে মসজিদ) এর পুন: নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কাজের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করতে বলেন তিনি।
উদ্বোধনে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন,কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কমিটির আহব্বায়ক ডা.আবু মো.খায়রুল কবির,মসজিদ নির্মাণ কমিটি-কার্যনির্বাহী কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।
প্রায় ৩৪ কোটি ব্যয়ে ৬ তলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন মসজিদ নির্মাণ কমিটি।
পড়ুন: ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড়ে নারীর হাত-পা-মুখ বাধা মরদেহ উদ্ধার
দেখুন: হারিয়ে গেল ঠাকুরগাঁও সিনেমা হলের সোনালি অতীত
ইম/