ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সকল প্রার্থীদের ডোপ টেস্ট করার দাবি জানিয়েছে মুসাদ্দিক-যুবাইর প্যানেল প্রার্থীরা।
রোববার (২৪ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সমসাময়িক পরিস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে তাদের বেশ কিছু দাবি তুলে ধরেন।
এছাড়াও ব্যালট পেপারে প্রার্থীদের ছবি সংযুক্ত করা, প্রার্থীদের ডাকনাম অন্তর্ভুক্ত করা ও শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র বৃদ্ধির দাবিও জানান এ প্যানেলের সদস্যরা। ২৬ তারিখের আগে প্রচার প্রচারণার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই সেটা মানছে না বলে অভিযোগও জানান তারা।
প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসু নির্বাচনে ভিপি পদে ৪৮, জিএস পদে ১৯ ও এজিএস পদে ২৮ প্রার্থী বৈধ হয়েছেন। ভোট হবে ৯ সেপ্টেম্বর।
পড়ুন: ডাকসু নির্বাচনে বাধা এলে পরিষ্কার সবকিছু বলে দেবো : ঢাবি ভিসি
এস/


