সোয়া ১৫ কোটি টাকার দুর্নীতি মামলায় বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।
দুদকের মামলায় উপ-সহকারী পরিচালক নাজির আকন্দ তাকে গ্রেপ্তার করেন। আজ বুধবার (১৬ অক্টোবর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২০ আগস্ট প্রকল্পের ১৫ কোটি ১১ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরিচালক শুধাংশু শেখর ভদ্র এবং ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।