যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে অনুষ্ঠিত হলো ‘চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের একটি ব্যতিক্রমধর্মী কনসার্ট।
আজ রবিবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সময়ে প্ল্যানো ইভেন্ট সেন্টারে জমকালো আয়োজনে এটি সম্পন্ন হয়।
আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম জানান, এত বড় পরিসরে আগে কোনো বাংলাদেশি ব্যান্ড কনসার্ট হয়নি। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতায় আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মনে করেন।
২০২৩ সালে ব্যান্ড নগর বাউল যুক্তরাষ্ট্রে ২৫টি শো করে সফলভাবে সংগীত সফর সম্পন্ন করেছিল। এবার জেমস ও তার দল ডালাসের কনসার্ট শেষে আগামী জুলাইয়ে ‘নর্থ আমেরিকান ফেস্টিভ্যাল’-এ অংশ নেবেন, যেখানে ২৫, ২৬ ও ২৭ জুলাই তিন দিনব্যাপী সংগীত পরিবেশন করবেন তারা।
এনএ/