ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. এ এইচ মামুন ভূঁইয়ার নামে ষড়যন্ত্রমূলক বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়।
মঙ্গলবার (২২এপ্রিল) দুপুরে ইউনিয়নবাসির ব্যানারে বিক্ষোভ মিছিলটি মোগড়াবাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা মোগড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় ইউনিয়নবাসির পক্ষে বক্তব্য রাখেন, আমান মোল্লা, কাশেম ভূঁইয়া,সহিদ মেম্বার, কাইয়ুম ভূঁইয়া, মো. এরশাদ মিয়া, সালাউদ্দিন জমদ্দার, মামুন মৃধা, আবু সিদ্দীক মেম্বার,ফেরদৌস আহমেদ ভূঁইয়া, মো. হাণিফ মিয়া, হারুন মিয়া হেবজু মিয়া।
বক্তরা বলেন, প্রশাসক ডা. এ এইচ মামুন ভূঁইয়া মোগড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসাবে দায়িত্ব পাওযার পর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন।
পাশাপাশি দেনদরবারে সর্দারি প্রথা ভেঙে দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। এতে একটি স্বার্থনেষী মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। এমনকি তাকে প্রশাসকের পদ থেকে অপসারণ করতে ষড়যন্ত্রমূলক বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এসময় বক্তারা তাদেরকে হুশিযারি দিয়ে বলেন নির্বাচনের আগে মামুনকে প্রশাসকের পদ থেকে অপসারণ করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, স্বৈরাচার সরকার পতনের পর ২০২৪ সালের ১৩ নভেম্বর আখাউড়া প্রতিবন্ধি কল্যাণ কেন্দ্রের কনসালটেন্ট ডা. এ এইচ মামুন ভূঁইয়াকে মোগড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। মামুন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলমের ছেলে।
সম্প্রতি, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ইউনিয়নের প্রশাসকের পদ থেকে অপসারণ দাবি করা হয়। এমনকি ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধনসহ সভা সমাবেশ করেন।
এ ব্যাপারে মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. এ এইচ মামুন সাংবাদিকদের বলেন, দায়িত্ব পাওয়ার পর পরই আওয়ামীলীগের এক ফ্যাসিবাদী নেতার নেতৃত্বে কয়েকজন কূচক্রি লোক আমাকে প্রশাসকের পদ থেকে অপসারণ করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। আমি ইউনিয়নবাসীকে সাথে নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করছি।
পড়ুন : আখাউড়ায় পৌর টোল বন্ধ করতে আওয়ামী লীগের লোকজন ইন্ধন দিচ্ছে