28.4 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সাজ্জাত আলী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২০ নভেম্বর) তাকে নিয়োগ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব শেখ মো. সাজ্জাত আলী (বিপি-৬১৮৬০০০৭৮৪)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

টিএ/

পড়ুন: ট্রাম্প স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন কেনেডিকে

দেখুন: স্বাধীনতার ইতিহাস আগামীতে যেন বিকৃত না হয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন