ঢাকার মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা।
গতকাল শনিবার (১৭ মে ২০২৫) পরিচালিত এই অভিযানে মাদক কারবারিসহ ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে পেশাদার মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং বিভিন্ন অপরাধে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করে পুলিশ জানিয়েছে—তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে আটকদের আদালতে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধের তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে এমন অভিযান চলমান থাকবে।
এনএ/