দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে। রয়েছে তাপমাত্রা আরও কমার আভাস। শীতে উত্তরাঞ্চলে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন।
উত্তরে শীতের জেলা খ্যাত পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। হিমারয়ের হিমেল হাওয়ায় তাপমাত্রার পারদ নেমেছে ১০ দশমিক ৯ এ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো জেলা।

ঘন কুয়াশার কারণে যানবাহন ও মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। জবুথবু জনজীবন। চরম দুর্ভোগে অসহায় ও শীতার্ত মানুষ।
গত দুই দিনের চেয়ে তাপমাত্রা সামান্য বাড়লেও, কুয়াশা ও শীতে দুর্ভোগ বেড়েছে নওগাঁয়। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের চেয়ে সন্ধ্যার পর শীতের প্রকোপ বাড়ছে।
উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ায়, দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ পৌছেছে চরমে।

তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে হিমালয় ছোঁয়া উত্তরের জেলা দিনাজপুরে। শরীরে কাঁপন ধরাচ্ছে হিমেল বাতাস। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন ধরে কুয়াশামুক্ত স্বচ্ছ আকাশ থাকলেও, তাপমাত্রা কমে তীব্র শীত অনুভূত হচ্ছে।
রংপুরেও প্রতিনিয়ত বাড়ছে শীতের প্রকোপ। গেল দুদিনের তুলনায় আজ রংপুরের তাপমাত্রা কিছুটা কমেছে। সব থেকে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ।
টিএ/