০৮/১১/২০২৫, ০:৫৯ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে পিরোজপুরে পথসভা ও স্মারকলিপি প্রদান

প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতকরণ ও চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ” পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সোমবার (২৫ আগস্ট) সকালে পথসভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় নতুন পৌরসভা সড়ক থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। এসময় সংগঠনের আহ্বায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, পিরোজপুরের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তব্য রাখেন, আইডিবি পিরোজপুর জেলা শাখার সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রাব্বানী ফিরোজ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মো. আবদুল ওয়াদুদ, আইডিবি সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাজীবীদের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি ৭ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: সরকার নির্ধারিত দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ কেবল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ করতে হবে। উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩% থেকে বৃদ্ধি করে ৫০% করতে হবে। পথসভা শেষে একটি স্মারকলিপি পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করা হয়। বক্তারা আরও জানান, যদি যৌক্তিক দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ১০ দফা দাবিতে অধ্যক্ষকে শিক্ষার্থীদের স্মারকলিপি

এস/


বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন