২১/০৬/২০২৫, ২২:২৪ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:২৪ অপরাহ্ণ

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত : ডাঃ প্রিয়াঙ্কা

শেরপুর-১ আসনের সাবেক ধানের শীষ প্রতীকের প্রার্থী ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এটাই বিএনপির অবস্থান। তবে এটি শুধু বিএনপির একক দাবি নয়, দেশের ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।’ আজ ১০ জুন মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের বিএনপির ৩১দফা বাস্তবায়নে পথসভায় এ কথা বলেন তিনি। চরশেরপুর ইউনিয়ন ছাড়াও এর আগে তিনি বলায়েচর ইউনিয়ন, চরমোচারিয়া ইউনিয়ন ও লসমনপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় তিনি আরও বলেন, ‘নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই। ডিসেম্বরের পর রমজান মাস শুরু হবে, যেটি সংযম ও ধর্মীয় অনুভূতির মাস। এরপর শিক্ষার্থীদের পরীক্ষা, আবহাওয়ার প্রতিকূলতা এবং ঘূর্ণিঝড়ের সময় চলে আসবে। তাই নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই।’ এছাড়াও তিনি আরো বলেন, ‘গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। কেউ মাঠে, কেউ ধানখেতে রাত কাটিয়েছেন। এত ত্যাগ-তিতিক্ষার পর দল আরো শক্তিশালী হয়েছে। এই ত্যাগই দলের সবচেয়ে বড় শক্তি।’

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সদর থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহাম্মেদ, শহর যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলামসহ আরও অনেকেই।

পড়ুন: কোটালীপাড়ায় দায়িত্বরত চিকিৎসকের উপর হামলা, যুবক আটক

দেখুন: লোভ দেখিয়ে সখ্য গড়ে অপহরণ করা হয় শিশুটিকে 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন