গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার হাসপাতালে ভর্তি হয়েছেন ১২১ জন।
আজ শনিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৪৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৭২ জন।
চলতি বছরের ডেঙ্গু শনাক্তের প্রায় ৭৫ শতাংশই আক্রান্ত হয়েছে গেলো দেড় মাসে। আর এই সময়ে মারা গেছেন ১৫৪ জন। আক্রান্তদের ৬৬ শতাংশ পুরুষ হলেও প্রাণহানি বেশি হয়েছে নারীদের। ঢাকায় রোগীর সংখ্যা সবসময় বেশি থাকলেও এবার বেড়েছে বাইরেও।
জানুয়ারি থেকে অক্টোবেরের ১৯। প্রায় প্রতিদিনই শনাক্ত হয়েছে ডেঙ্গু রোগী।
এর ধারবাহিকতায় জুলাইয়ে শনাক্ত হয়েছে ২,৬৬৯ জন, মারা যায় ১২ জন। আগস্টে শনাক্ত ৬৫২১ জন, প্রাণ হারান ২৭ জন। সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন মারা যায় ৮০ জন। আর অক্টোবরের প্রথম ১৯ দিনেই আক্রান্ত হয়েছে প্রায় ১৮ হাজার। মারা গেছেন ৭৪ জন।
ডেঙ্গু শনাক্তের পর থেকে মূলত ঢাকার ২ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া যায়। তবে এবার প্রায় ২৭ হাজারের বেশি রোগী সিটি করপোরেশনেগুলোর বাইরে। যা চলতি বছরের মোট শনাক্তের অর্ধেকেরও বেশি।
কিটত্বত্তবিদরা বলছেন, মশা নিধনে সিটি করপোরেশনের বাইরে গুরুত্ব কম দেয়াতে এবার সিটি করপোরেশনের বাইরে আক্রান্ত ও মৃত্যু বেশি।
চলতি বছরের সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে পুরুষ। প্রায় মোট শনাক্তের ৬৬ শতাংশ। কিন্তু কিন্তু কম আক্রান্ত হয়ে প্রাণহানি বেশি হয়েছে নারীদের অর্থাৎ মোট মৃত্যুর ৫৩ শতাংশ নারী।