15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশব্যাপী আবার আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩১ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সবশেষ যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের ৪ জনই ঢাকা সিটি করপোরেশনের বাসিন্দা। এদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটির এবং দুজন ঢাকা উত্তর সিটির। বাকিদের মধ্যে একজন চট্টগ্রামের এবং একজন বরিশালের।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৯২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা এটি। এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন