জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত প্রায় লাখের কাছাকাছি। আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৪শ জনের মতো। এদের মধ্যে শিশু আক্রান্ত হয়েছে প্রায় ২৫ শতাংশ। মারা গেছেন ৫১ জন। বড়দের মতো শিশুরা অনেকে আসছেন বুকে ব্যথা নিয়ে।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রায় লাখের কাছাকাছি। এদের মধ্যে শিশু আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার।
এ বছর মোট আক্রান্তের ৬৩ শতাংশ পুরুষ আর ৩৭ শতাংশ নারী। তবে মারা যাওয়ার তালিকায় নারীরা বেশি। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ৫০ শতাংশ নারী। অর্থাৎ পুরুষ বেশি আক্রান্ত হলেও মারা গেছেন বেশি নারী।
তবে এবার শিশু আক্রান্তেও পিছিয়ে নেই। মোট আক্রান্তের ২৫ শতাংশই শিশু। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন। এখনো আক্রান্ত হয়ে ভর্তি আছেন অনেকেই।
মশার বংশ বিস্তার রোধে বছর ব্যাপী সারা দেশে সমান গুরুত্ব দিয়ে কার্যক্রম চালানোর উপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
এনএ/