15.1 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ শনাক্ত

চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে চলতি মাসে। এর মধ্যে বৃষ্টির কারণে এই রোগের ঝুঁকিও আরও বাড়ছে বলে মনে করেন কীটতত্ত্ববিদরা। বৃষ্টি ও উচ্চ আর্দ্রতায় এডিস মশার প্রজননের জন্য খুবই উপযোগী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এবছর ডেঙ্গু আক্রান্ত প্রায় ৩০ হাজারের মধ্যে অর্ধেকেরও বেশি চলতি মাসে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ হাজার ৭৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ১৫৮ জন।

এর মধ্যে ৭৫ জনই মারা গেছেন এই মাসে। মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছে সেপ্টেম্বরে।

চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশি প্রাণ হারাচ্ছেন নারীরা।  

কীটতত্ত্ববিদরা বলছেন, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হবে।

ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক সচেতনতা এখন অনেকটাই অনুপস্থিত। এ কারণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বলেও মনে করেন কীটতত্ত্ববিদরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন