39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

“ডেভিল হান্টের শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ডেভিল’ যতদিন শেষ না হবে, ততদিন পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের টার্গেট করে ‘ডেভিল হান্ট’ অপারেশন চলবে।

তিনি আরও জানান, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।অপারেশনটি এমন একটি বিশেষ অভিযান, যা সন্ত্রাসবাদ ও অপরাধীদের ধরার জন্য একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

অপারেশন ডেভিল হান্টের আওতায় বিভিন্ন ধরনের নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করছে, যার মধ্যে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) অন্তর্ভুক্ত রয়েছে।

পড়ুন:সারা দেশে ‘অপারেশন হান্ট’ শুরু

দেখুন:অপারেশন হান্ট: সারাদেশে অভিযানে নামছে যৌথ বাহিনী |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন