শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিনের মেয়াদ আগামী ১৪ আগস্ট পর্যন্ত বাড়লো। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে এই আদেশ দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল।
ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এই আদেশ দেন।
ড. ইউনূস ছাড়া বাকিরা হলেন—গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
মামলাটিতে ৬ মাসের সাজা হয় ড. ইউনূসের। তবে, সাজা ও দণ্ড স্থগিত করে, আসামিদের জামিন দেয়া হয়। সেই আদেশ বাতিল করে দেয় হাইকোর্ট। যার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি গতকাল প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, সাজা কখনো স্থগিত হয় না। মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশও দিয়েছে উচ্চ আদালত।
প্রসঙ্গত, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান। মামলার নথি অনুসারে, আইএফইডি কর্মকর্তারা ২০২১ সালের ১৬ আগস্ট ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করে শ্রম আইনের বেশকিছু লঙ্ঘন খুঁজে পান।