20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

‘ড. ইউনূসের নেতৃত্বেই কেটে যাবে সব সংকট’

সংকটে জর্জরিত বাংলাদেশ কীভাবে ঘুরে দাঁড়াবে? সবার আশা, সব সংকট কেটে যাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। দুপুরে শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সবার চাওয়া, অচলাবস্থা দূর হোক, শান্তি আসুক দেশে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের এবারের দেশে ফেরার আমেজ, পুরোপুরিই আলাদা। দেশ ঘুড়ে দাঁড়াবে, কেটে যাবে অচলাবস্থা। দেশজুড়ে এমন সব আশার ফুলঝুরি তার এই আগমন ঘিরে।

দুপুরে ড. ইউনূসকে স্বাগত জানাতে, ঢাকার শাহজালাল বিমানবন্দরে হাজির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, অচলাবস্থা কেটে যাবে শিগগিরই। নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াবে প্রিয় স্বদেশ।

বিমানবন্দরে হাজির হন এই আইনজীবীও। চোখেমুখে উচ্ছ্বাস। আশা, নতুন এক বাংলাদেশের।

ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা চলে আসেন বিমানবন্দরে। তাদের বিশ্বাস, দেশ পুনর্গঠনে সফল হবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর জনগণ। আর এজন্য সবাই তাকিয়ে আছেন ড. ইউনূসের দিকেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন