27 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থনৈতিক সংলাপ শুরু করার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহেই এ আলোচনা শুরু হতে পারে বলে জানা যায়। 

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও বাণিজ্য কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশের রাজস্ব, মুদ্রানীতি ও এর আর্থিক ব্যবস্থার পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

আগামী শনি ও রবিবার (১৪ ও ১৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এ আলোচনা অনুষ্ঠিত হবে। 

অবশ্য বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন, তারা এই সফর সম্পর্কে অবগত নন।

আন্তর্জাতিক অর্থবিষয়ক মার্কিন ট্রেজারি সেক্রেটারি সহকারী ব্রেন্ট নেইম্যান বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ নিজের অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা করতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও বর্ধিত সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন