মধ্যপ্রাচ্যোর অন্যতম সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশীরা অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড: মো: ইউনূসকে। তাদের দাবি আরব আমিরাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠনের মাধ্যমে শ্রমবাজার উন্মুক্ত করার।
শেখ হাসিনার পদত্যাগের পর গত ৫ দিনে দেশে ঘটে যাওয়া নারকীয় তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে । এ ঘটনায় ভুক্তভোগীরা জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ।
তারা মনে করেন, সরকার দ্রুতই এই সংকটকাটিয়ে প্রবাসীদের ভাগ্যোন্নয়নে আরব আমিরাতে শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে নজর দেবেন।
বিমানবন্দরে হয়রানি বন্ধেরও দাবি জানান রেমিট্যান্স যোদ্ধারা।