17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. মুহাম্মদ ইউনূস

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমিতে পৌঁছান। এরপর সেখান থেকে গাড়িবহরে করে জাফরপাড়ায় আসেন। ১১টার কিছুক্ষণ পরে আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

ড. ইউনূস কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।

এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ও সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে তাঁর।

অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আগমন উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। তবে সেখানে পুলিশের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়নি।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন। পরে তাকে ১৭ জুলাই গ্রামের বাড়িতে দাফন করা হয়। আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন