১৫/১১/২০২৫, ২২:০৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২২:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ড. শাহদীন মালিককে দুদকের আইনজীবী হিসেবে নিয়োগ

দেশের বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পক্ষে কেস টু কেস ভিত্তিতে মামলা পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞ আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহম্পতিবার (১৪ আগস্ট) দুদকের প্রসিকিউশন বিভাগের পরিচালক মহাপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

শাহদীন মালিককে দেওয়া চিঠির সূত্রে জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারাধীন দুর্নীতি দমন কমিশনের মামলাসমূহ পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩৩ (৩) ধারার বিধান অনুযায়ী অত্র কমিশন আপনাকে অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞ আইনজীবী হিসেবে শাহদীন মালিককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত শর্তে অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞ আইনজীবী হিসেবে নিয়োগপত্র দেওয়া হলো।

শর্তাবলী-

১. আপনি কমিশন কর্তৃক নির্ধারিত হারে কেস টু কেস ভিত্তিতে মাসিক সম্মানি প্রাপ্য হবেন।
২. কমিশনে নিয়োজিত থাকাকালে আপনি কমিশনের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।
৩. কমিশনে নিয়োজিত থাকাকালে আপনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না।
৪. প্রতি বছর জানুয়ারী মাসের মধ্যে কাজের মূল্যায়ন করে আপনার নিয়োগ বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
৫. আপনাকে প্রয়োজনে কমিশনের অনুসন্ধান/তদন্তকারী কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে হবে।
৬. এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকেই কমিশন যে কোনো সময় আপনার নিয়োগ বাতিল করতে পারবে।

শাহদীন মালিক বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সারুয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। মালিকের বাবা আব্দুল মালিক চৌধুরী বন বিভাগের প্রধান সংরক্ষক কর্মকর্তা ছিলেন। মালিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (পাস) ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৭৯ সালে রাশিয়ার প্যাট্রিস লুমুম্বা পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৮৪ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় আইন স্কুল থেকে আরেকটি এলএলএম ডিগ্রি অর্জন করেন। আর ১৯৯৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের এসওএএস থেকে পিএইচডি সম্পন্ন করেন।

সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এবং এরগো লিগ্যাল কাউন্সেল নামে একটি আইন সংস্থার চেম্বার প্রধান তিনি। শাহদীন মালিক সুপ্রিম কোর্ট এবং জেলা আদালতে দুই দশকেরও বেশি সময় ধরে অনুশীলন করেছেন। বর্তমানে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাদ শাহদীন মালিক, সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন