আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও ঢাকাসহ দেশের ১১ জেলায় দেওয়া হয়েছে ঝড়ের পূর্বাভাস। সতর্কতা জারি করা হয়েছে নদীবন্দরে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের কয়েকটি জেলা। বাড়িঘরে হাঁটু থেকে কোমরসমান পানি ওঠায় বিপাকে পড়েছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার মানুষজন। এমন অবস্থার মধ্যে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আগামী দুইদিন ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে ঢাকাসহ দেশের ১১ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।