১৩/০৬/২০২৫, ১৩:২৮ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:২৮ অপরাহ্ণ

ঢাকা কলেজে আন্ত:হল ফুটবল টুর্নামেন্ট ‘দক্ষিণায়ন হল’ চ্যাম্পিয়ন

বুধবার (১ মে) ঢাকা কলেজ প্রগতি ক্লাব কতৃক আয়োজিত আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণায়ন হল চ্যাম্পিয়ন এবং বিজয় ২৪ হল রানার্স আপ হয়েছে।

গত ৫ই ফেব্রুয়ারী নর্থ হল এবং ইন্টারন্যাশনাল হলের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টটিতে ৮টি হল যথাক্রমে দক্ষিণায়ন হল, বিজয় ২৪ হল, শহীদ ফরহাদ হোসেন হল, হল দক্ষিণ, হল উত্তর, হল পশ্চিম, আক্তারুজ্জামান ইলিয়াস হল এবং আন্তর্জাতিক হল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টে খেলা হয় গ্রুপ পদ্ধতিতে। দুইটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বে মোট ১২টি খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্টের মাধ্যমে কোয়ার্টারে যায়।

সর্বশেষ ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। ফাইনাল খেলায় দক্ষিণায়ন হল ৩ গোল দেয় এবং প্রতিপক্ষ বিজয় ২৪ হল ১ গোল দেয়।

খেলায় উপস্থিত ছিলেন, দক্ষিণ হল প্রভোস্ট আনোয়ার ইসলাম, দক্ষিণায়ন হল প্রভোস্ট জাহাঙ্গীর আলম, বিজয় ২৪ হল প্রভোস্ট রফিক, ইলিয়াস হল প্রভোস্ট সবুজ।

দক্ষিণায়ন হল প্রভোস্ট জাহাঙ্গীর আলম বলেন, অসাধারণ খেলে ছেলেরা ৩-১ গোলে জয়লাভ করে।সবাই পরিশ্রম করে খেলেছে। সুন্দর খেলে আমরা জয়ী হয়েছি।সকল খেলোয়াড়দের প্রতি শুভ কামনা রইল।

পড়ুন: ২ দিনের জন্য ঢাকা কলেজের সব ক্লাস স্থগিত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন