13.5 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পানির নিচে, ৪৫ কিমি যানজট

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চলের ১২ জেলা। বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন পানির নিচে। যার ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত থেকে সৃষ্টি হওয়া যানজট এখনও নিরসন হয়নি।

এতে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা। এর ফলে যাত্রী ও চালকদের হয়েছে চরম দুর্ভোগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের মুহুরীগঞ্জ থেকে লালপোল পর্যন্ত চট্টগ্রামমুখী লেন তলিয়ে গেছে। পানির স্রোত দেখা গেছে সড়কে। এ কারণে ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা যায়। তবে সড়কে কোথাও থানা, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ চোখে পড়েনি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ‘পুলিশ রাস্তায় দায়িত্ব পালন করে লাভ হবে না। কারণ, পানির কারণে গাড়ি চলাচল করতে পারছে না। পানি নেমে গেলে যানজট নিরসন হয়ে যাবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন