29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ইদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গ্লোবাস কারখানার শ্রমিকদের করা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা। অবরোধ প্রত্যাহার করে নেয়া হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে, তবে দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ধীর গতিতে যান চলাচল করছে, যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১১মার্চ) সকাল থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করে বি এইচ আই এস (B.H.I.S) অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান গাজীপুরে মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

তিনি জানান, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়। তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়েছে।

অপরদিকে, শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাকো অবস্থিত গ্লোবাস কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল ৮ টার দিকে ওই কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা এসে বুঝিয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ১০ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের আন্দোলনের ফলে আশপাশের অন্তত ১৫ টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০ টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। শ্রমিককে মারধরের ঘটনায় তারা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা রাস্তা ছেড়ে চলে যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, সকাল ৮ টা থেকে শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করছে। বেলা ১১ টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।


পড়ুন : রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন