24.9 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

নিমতলী এলাকায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১২টায় একটি দুর্ঘটনা ঘটে। আর সবশেষ শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টায় হাসাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন দুইজন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। অপর দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায়।

পুলিশ আরও জানায়, ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি মিনি বাস। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি জানান, বাসটির ছাদ উড়ে গেছে এবং বাসটি দুমড়েমুচড়ে গেছে। কাভার্ডভ্যানটি আমরা জব্দ করেছি তবে চালক পালিয়ে গেছেন।

এনএ/

আরও পড়ুন: ঢাকায় বেড়েছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

দেখুন: রেলক্রসিংয়ে দুর্ঘটনা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রনির রিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন