শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো। বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে।
বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে। তবে তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল। তারা হলো- রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস, ফরচুন বরিশাল। একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স।
ঢাকার প্রথম পর্ব শেষে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।
নুরুল হাসান সোহানের দল আসরের ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ২ ম্যাচ থেকে শতভাগ জয় নিয়ে টেবিলের দুইয়ে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স। যারা ঢাকা পর্বের শেষ ম্যাচে তারকাবহুল ঢাকা ক্যাপিটালসে ২০ রানে পরাজিত করেছে।
মাঠ থেকে হাসপাতালে তারকা ক্রিকেটার, কপালে চিন্তার ভাঁজ পাকিস্তানের
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের অংশগ্রহণ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
রংপুরের বিপক্ষে চোট পাওয়া মুশফিকের সবশেষ আপডেট জানালো বরিশাল
টেবিলের তিনে রয়েছে ২ ম্যাচ থেকে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম কিংস। সমান ম্যাচ সমান জয় ও পরাজয় নিয়ে রানরেটে পেছনে থেকে টেবিলের চারে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
তিন ম্যাচ থেকে ২ হার ও এক জয় থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট শূণ্য থেকে অবস্থান করছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে।
আগামী সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানে ৮ দিনে ছয় ম্যাচ ডেতে মাঠে গড়াবে ১২ ম্যাচ। ১৩ জানুয়ারি শেষ হবে এই ধাপ। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখানেও ৮ দিনে ছয় ম্যাচ ডেতে মাঠে গড়াবে ১২ ম্যাচ। ২৩ জানুয়ারি শেষ হবে এই ধাপ।
এরপর আবার ঢাকায় আসবে বিপিএল। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে শেষ হবে একাদশতম আসর।
এনএ/