27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নতুন একটি নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে এখন থেকে যানবাহনগুলো মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াত করতে পারবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে আগত প্রায় সকল যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং থেকে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্ট, কুড়িল, বনানী এবং অন্যান্য এলাকায় যাতায়াত করে। এতে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে এবং তা চলাচলের জন্য সমস্যা সৃষ্টি করছে।

এ অবস্থায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘোষণা করেছে যে,

তেজগাঁও-লাভ রোড হয়ে উত্তরাগামী সকল ধরনের যানবাহন, যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস ইত্যাদি, এখন থেকে মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্ট-উত্তরা দিকে চলাচল করতে পারবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যদি লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নেওয়া রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণী লিংক রোড) যানবাহনের চাপ বেশি থাকে, তবে যানবাহনগুলোকে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা বা এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এই নতুন নির্দেশনার মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর যাতায়াতের সুবিধা পাবে যাত্রীরা এবং তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানজট কমানোর চেষ্টা করা হবে। পুলিশ জানিয়েছে, যাত্রীদের সুষ্ঠু ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে সকলকে এই নতুন নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছে, যাতে যানবাহন চলাচল নির্বিঘ্ন হয় এবং সড়ক দুর্ঘটনা ও যানজটের পরিমাণ কমানো যায়।

পড়ুন: ১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

দেখুন: ঢাকায় আছে বাড়ি, গাড়ি, তবুও ফুটপাতে কেন থাকেন কোটিপতি ব্যবসায়ী?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন