ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নজরদারির অভাবে, প্রতিনিয়তই ঘটছে ছিনতাই-ডাকাতির মত সব ঘটনা। দিনদিন আতঙ্ক বাড়ছে। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালক ও যাত্রীরা।
বেশ কয়েকমাস ধরে রাত নামতেই অপরাধ বেড়ে যায় এই মহাসড়কে। কখনও সংঘবদ্ধ ধর্ষণ, কখনও ছিনতাই আবার কখনও যাত্রী বেশে বাসে উঠে অস্ত্রের মুখে জিম্মি করে, অপরাধ ঘটিয়ে পালাচ্ছে ডাকাত ও সন্ত্রাসীরা।
এসব ঘটনায় বিচ্ছিন্ন কিছু আটক থাকলেও, বেশিরভাগ অপরাধীই থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। গত ১৭ ফেব্রুয়ারী রাজশাহীগামি ইউনিক পরিবহনের বাসে ডাকাতি ও কয়েক নারীর শ্লীনতাহানীর ঘটনা ঘটে। সেই সব অপরাধী ধরতে না ধরতেই, টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘীতে রাস্তায় গাছ ফেলে পিকনিকের গাড়িতে তান্ডব চালায় ডাকাতরা।

ঢাকা-টাঙ্গাইল
এ মহাসড়কে দিনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী দেখা গেলেও, রাতে খুব একটা নজরে পরেনা। যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। ফলে আতঙ্কের নাম হয়ে উঠেছে মহাসড়কগুলো। তবে পুলিশ বলছে সতর্ক আছে তারা।
পুলিশ জানিয়েছে, বর্তমানে টহল জোরদার হয়েছে। দিনের পাশাপাশি রাতেও একাধিক টিম কাজ করছে। মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়ক গুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। দ্রুত সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের।
পড়ুনঃ চলন্ত বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি : টাঙ্গাইলের পুলিশ সুপার
দেখুনঃ ওজন করে বিক্রি হয় টাঙ্গাইলের চাপটি
ইম/