23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বেহাল ঢাকার খালে প্রাণ ফেরাতে চায় উত্তর সিটি

বেদখল, দূষণ ও নগরায়নে বেহাল ঢাকার প্রায় সবকটি খাল। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানী। চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। তবে নতুন উদ্যমে নতুন উদ্যোগ নিয়েছে উত্তর সিটি। আশা কয়েক মাসেই মিলবে প্রতিকার।

ঢাকা শহরের বৃষ্টির পানি সরে যাবার একমাত্র পথ হলো নগরীর খালগুলো। গেল বছর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণায় দেখিয়েছিলো রাজধানীর বেদখল খালগুলোর মাত্র ১৫টি খনন করলেই জলাবদ্ধতা সমস্যার প্রায় ৮০ শতাংশ সমাধান হতে পারে।

এছাড়া অনুপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা এবং অপর্যাপ্ত পরিকল্পনা জলাবদ্ধতার জন্য দায়ী। তাই যেসব এলাকায় বেশি জলাবদ্ধতা দেখা যায়, খননের জন্য চিহ্নিত খালগুলোর ওইসব এলাকার সঙ্গে যুক্ত করা, খালগুলোর মধ্যে সংযোগ স্থাপন নিশ্চিত করতে হবে, মনে করেন বিশেষজ্ঞরা।

আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ এখন উত্তর সিটির নতুন প্রশাসক। তিনি বলছেন, গতানুগতিকতার গন্ডি পেরিয়ে  নতুন উদ্যোগ নেয়া হয়েছে। বর্ষা মৌসুম সামনে রেখে ৪ মাস মেয়াদের ৩টি পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে খাল সংস্কারের কাজ। প্রাথমিকভাবে কাজ চলছে ১৯টি খালে।

নগরায়নের প্রভাবে হারিয়েছে ঢাকার অন্তত ১৫টি খাল। বেদখল হয়ে যাওয়া খাল উদ্ধারে কঠোর হওয়ার কথাও জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক।

বেশ কিছু খাল দুষণে আর মানুষের অসচেতনতায় ভরাট হয়ে গেছে। খালগুলো পরিচ্ছন্ন রেখে পানির প্রবাহ ধরে রাখার দায়িত্বটুকু পালন করতে পারেনি সিটি করপোরেশনগুলো। এ বিষয়ে কথা বলতে চাননি উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান।

প্রায় চার বছর ধরে ২৬টি খাল পরিচালনা করেও দুই সিটি করপোরেশনের কোনোটিই নিয়মিত পানি প্রবাহ ফিরিয়ে আনতে পারেনি। এসময়ে তারা খরচ করেছে সাড়ে ৫শ কোটি টাকা। নতুন উদ্যোগ কতটা সফল হবে সেটা সময়েই বলে দেবে, মনে করছে ঢাকার মানুষ। 

এনএ/

দেখুন: ছোলা বিরিয়ানি বিক্রি করে ঢাকায় বাড়ি কিনেছেন ইদ্রিস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন