১৪/০৬/২০২৫, ৭:১৬ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka
১৪/০৬/২০২৫, ৭:১৬ পূর্বাহ্ণ

তালাবদ্ধ ঢাকা দক্ষিণ নগর ভবন, সেবাপ্রার্থীদের ভোগান্তি

স্থবির হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের কার্যক্রম, প্রধান ফটকে ঝুলছে তালা। তীব্র যানজটে নাকাল সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, রাজস্ব আদায় কিংবা মশানিধনের মতো জরুরি সেবাও ব্যাহত।

নগর ভবনের সামনে, আন্দোলন-স্লোগানে ব্লকেড। দাবি, উচ্চ আদালতের রায় ও ইসি’র গেজেট বাস্তবায়ন করে, ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর।

বিএনপি’র নেতাকর্মী ও নগরবাসীর চলমান এই আন্দোলনে, তীব্র যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ। নগর ভবনের প্রধান ফটকেও ঝুলছে তালা। বন্ধ রয়েছে সিটি কর্পোরেশনের, সব ধরনের সেবা কার্যক্রম।

নগর ভবনে জন্ম নিবন্ধন,রাজস্ব প্রদান কিংবা মশা নিধন সেবাও ব্যাহত। চলমান রয়েছে ব্যাংকিং সেবা, তবে প্রবেশে ভোগান্তির কারণে সেবা গ্রহীতাদের উপস্থিতিও নগন্য।

দাবি বাস্তবায়নে, একাত্মতা পোষণ করেছেন নগর ভবনের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীও। এমন ভোগান্তির প্রশ্নে তারা বলছেন, সাময়িক ভোগান্তি হলেও তা সুফল বয়ে আনবে নগরবাসীর।

রাজনৈতিক দাবির জটে আটকে পড়া নগরসেবা, ভোগান্তিই এখন নগরবাসীর প্রাত্যহিক বাস্তবতা।

এনএ/

দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন