১৫/১১/২০২৫, ২১:৫৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ভোর থেকে তীব্র যানজট

শারদীয় দুর্গাপূজার উপলক্ষে চার দিনের ছুটির কারণে রাজধানী ও আশপাশ থেকে মানুষের গ্রামে ফিড়ে যাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সকাল থেকে ব্যাপক যানজট তৈরি হয়েছে। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজার দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহন প্রায় থেমে থেমে চলছে। এ ছাড়া ঢাকা-সিলেটগামী মহাসড়কেও বিভিন্ন অংশে ধীরগতি ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
যাত্রীরা জানিয়েছেন, সাধারণ সময়ে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা যেতে সাধারণত আধা ঘণ্টা লাগলেও এখন এ পথ যেতে ৩-৪ ঘণ্টা দেরি হচ্ছে। মোহাম্মদ ফরি বলেন, ‘এই রাস্তায় প্রতিনিয়ত চলাফেরা করি কিন্তু আজকের মত এত ভোগান্তি কখনো পায়নি, সুমাইয়া বলেন প্রতি বছর গ্রামের বাড়ি যাই; কিন্তু এ বছর যানজট এত বেশি যে কখন পৌঁছাব, বোঝার উপায় নেই।’
ঢাকা-সিলেট মহাসড়কে, ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার এলাকায় গাড়ির গতি অনেকাংশে ধীর হয়ে গেছে।
বাসযাত্রী মফিজুল ইসলাম বলেন, ‘সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগতো, কিন্তু আজ সখালে রওনা দিয়েছি—এখনো কাঁচপু পার হতে পারিনি।’ ট্রাকচালক আরিফ জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে, জ্বালানির খরচ বেড়েছে, মালিক ও চালকের বড় চাপ।
পুলিশ জানায়, ছুটির চাপের সঙ্গে বৈরী আবহাওয়া থাকায় সড়কে স্বাভাবিক গতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, ‘এসময় স্বাভাবিক অপেক্ষা কয়েকগুণ বেশি গাড়ি সড়কে থাকায় যানজট তৈরি হয়েছে।’, ‘অনেক স্থানেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বহু টিম কাজ করছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

পড়ুন: যুক্তরাজ্যে লেবার সম্মেলন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে ভোট

দেখুন: বিয়েতে কনের হাতে মাংসের চেয়েও দামি পেঁয়াজের তোড়া

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন