27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বাসচাপা: গ্রেপ্তার ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায়, থেমে থাকা প্রাইভেটকার-মাইক্রোবাস ও মোটরসাইকেলে বাসের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনায়, দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া এ খবর নিশ্চিত করেছেন।

তবে, তাদেরকে কখন গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি। তিনি বলেন, বাসে দুইজন স্টাফ ছিলেন, যিনি বাস চালাচ্ছিলেন তার নাম নুরুন্নবী। হাইওয়ে পুলিশ ও র‍্যাবের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে এখনও মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, শুধু বাস চালকের বিরুদ্ধে নয়, দুর্ঘটনায় অন্য যারা সংশ্লিষ্ট ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা হবে। গতকাল টোলপ্লাজায় থেমে থাকা একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলকে পেছন থেকে বেপারি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ছয় জন নিহত হন।

এনএ/

আরও পড়ুন: বড়দিনে ঢাকায় ফানুস উড়ানো-আতশবাজিতে ডিএমপির নিষেধাজ্ঞা

দেখুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল সর্বনিম্ন ৮০, সর্বোচ্চ ৪০০ টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন