39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের (নগর ভবন) শূন্য কক্ষগুলোয় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে। রোববার (২৯ ডিসেম্বর) থেকে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হবে না। মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করা এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেয়া হবে না। আগের চেয়ে আরও দৃঢ় চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে সব কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি।

প্রসঙ্গত, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গত বুধবার গভীর রাতের আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগও রয়েছে। আগুনে পুড়ে যাওয়া অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয় ও দপ্তরের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাব। দেয়াল ও মেঝেতেও বড় ক্ষতি হয়েছে।

এরপর সিদ্ধান্ত হয় মন্ত্রণালয়গুলোর অধীনস্থ দপ্তরগুলোর কার্যালয়ে অন্তর্বর্তী সময়ের জন্য পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু করা হবে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শূন্য কক্ষগুলো ঠিক করা হয়।

এনএ/

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বাসচাপা: গ্রেপ্তার ২

দেখুন: শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি: আসিফ মাহমুদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন