‘আপত্তি’ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি বাতিল করে দিয়েছে চারুকলা অনুষদ।
বিকল্প ভেন্যু – গেন্ডারিয়ার কচিকাঁচার স্কুল মাঠে এই আয়োজন করার কথা থাকলেও এখানেও স্থানীয়দের গোলযোগের আশঙ্কায় আয়োজন করতে পারেনি সংগঠনটি।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, প্রায় ১৯ বছর ধরে চলা এই শরত উৎসব কোনো রাজনৈতিক দলের নয়।
ভূইফোর অনেক সংগঠন এসব আয়োজনকে অপহরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, যারা এসবের নেপথ্যে, তারা কোনো দলের নয়। সংস্কৃতিকে ঠেকানোই এদের উদ্দেশ্য। এতে বরঙ বিব্রত হবে সরকারই। আয়োজন না হলেও একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন এবং সংগীতশিল্পী ফরিদা পারভিনের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পড়ুন : বিশ্ব র্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবারও দেশসেরা

